ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাওর রক্ষায় ১১ দফা বাস্তবায়নের দাবি

হাওর রক্ষায় ১১ দফা বাস্তবায়নের দাবি

মৌলভীবাজারের চৌমোহনা চত্বরে শনিবার ১১ দফা দাবিতে মানববন্ধনের একাংশ সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ০০:২৯

হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১১ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে স্থানীয় পৌরসভা মিলনায়তনে হাওর পরিবেশ রক্ষার বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। 
বক্তারা বলেন, জেলার কাউয়াদীঘি হাওরের পরিবেশ নষ্ট করে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের চেষ্টা করছে একটি মহল। এটি বাস্তবায়ন হলে হাওরের পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে বিঘ্নিত হবে। 
হাইল হাওরে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যক্তিমালিকানাধীন প্রাণ কোম্পানি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হাওর নষ্ট করে ফিশারি করছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতায় বন্যার সৃষ্টি করছে। ক্ষতিকর এসব স্থাপনা উচ্ছেদ করতে হবে। মৌলভীবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিশেষজ্ঞদের মতামত ছাড়া গড়ে ওঠা পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে। যারা ভূমি আইন, পরিবেশ আইনবিধি ও হাওর উন্নয়নের মাস্টার প্ল্যান অমান্য করে হাওর ধ্বংস করছে, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
কর্মসূচির দুই পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ স ম সালেহ সুহেল। সাধারণ সম্পাদক খছরু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল, আইনজীবী হুমায়ূন রশীদ সোয়েব, সংস্কৃতিকর্মী শাহীন ইকবাল, হাওর রক্ষা আন্দোলনের নেতা মো. আলমগীর হোসেন চৌধুরী, খয়রুল ইসলাম, শামছুদ্দিন মাস্টার, খয়রুল হক, বাইক্কা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিন্নত আলী, হাওর পারের বিধু ভূষণ, শামছুল হক সর্দার, এ কে এম আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন

×