ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

উল্টো রথযাত্রায়  ভক্তদের ঢল

ধামরাইয়ে যশোমাধবের উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল। শনিবার তোলা ছবি সমকাল

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ০১:০৫

ধামরাইয়ে যশোমাধবের উল্টো রথটান অনুষ্ঠিত হয়েছে। এ সময় কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আধা কিলোমিটার এলাকা ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। শনিবার এই উল্টো রথের মধ্য দিয়ে ৯ দিনের রথটান শেষ হলেও রথযাত্রা উৎসবের মেলা চলবে জুলাই মাসজুড়ে।
উল্টো রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম, যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।
এর আগে ২৭ জুন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে ধামরাইয়ের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ৯ দিন শ্বশুরবাড়ি থাকার পর গতকাল শনিবার সমাপনী দিনে পূজা-অর্চনার মধ্য দিয়ে ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দির থেকে যশোমাধবকে রথে চড়িয়ে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রথযাত্রা উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও রথমেলা প্রাঙ্গণে বসেছে সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, বেদেনীদের চুড়ি, শিশুদের খেলনা, কাঠের ফার্নিচার, কাঁসা-পিতল ও কুটির শিল্পের পাঁচ শতাধিক স্টল।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, রথমেলা সফল করতে রথ পরিচালনা কমিটির পাশাপাশি তিন শতাধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিলেন। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা মেলা প্রাঙ্গণে নজরদারি করছেন।
 

আরও পড়ুন

×