ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নির্যাতন হলে সীমান্ত অভিমুখে লংমার্চ দিতে বাধ্য হব: নাহিদ ইসলাম

নির্যাতন হলে সীমান্ত অভিমুখে লংমার্চ দিতে বাধ্য হব: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য নেতারা। ছবি: সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ২১:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা ও গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনেক বাহাদুরি হয়েছে। আর যদি সীমান্তে নির্যাতন চালানো হয়, তবে সীমান্ত অভিমুখে লংমার্চ দিতে বাধ্য হব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।

রোববার চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে পাশের জেলা নওগাঁ থেকে দুপুর ২টায় ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় থেকে বাতেন খাঁর মোড়, নিমতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা হয়। 

পথসভায় নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চেয়েছি। এগুলো চাঁপাইনবাবগঞ্জবাসীরও দাবি। দেশ সংস্কার, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে এনসিপি।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ নানা কারণে বৈষম্যের শিকার হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বৈষম্যের শিকার। বাংলাদেশের সব জেলায় এমন বৈষম্য দূর হবে, আমরা সেই স্বপ্ন দেখি। 
আমের রাজধানী হলেও আমকে শিল্প পর্যায়ে নিতে বা চাষিদের নামে ন্যায্য দাম নিশ্চিত করতে ও রপ্তানি বাড়াতে কোনো সরকারই উদ্যোগ নেয়নি। চাঁপাইনবাবগঞ্জবাসী ঢাকা থেকে সরাসরি ট্রেনের জন্য আন্দোলন করলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার জনগণের আন্দোলনের ফসলের সরকার। তাই আমাদের প্রত্যাশা সরকার দ্রুত সময়ের মধ্যে এ দাবি পূরণ করবে।

এনসিপির আহ্বায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গণঅভ্যুত্থানে ২ জনের প্রাণ গেছে। তাদের শ্রদ্ধাভরে আমরা সম্মান করি। 

পথ সভায় আরও ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

×