ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুজিববর্ষ উপলক্ষে পাবনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে পাবনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বুধবার আতাইকুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৫:৩০ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৬:০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে পাবনায় ১২০০ গাছের চারা লাগানো হবে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আতাইকুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। 

 অনুষ্ঠানে গোলাম ফারুক প্রিন্স বলেন, 'গাছে গাছে দেশটাকে ভরে তুলতে প্রত্যককে ৩টি করে গাছ লাগাতে হবে। বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে, কিংবা যে কোনো ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো সবার দায়িত্ব।'

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলামরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, যুবলীগ নেতা রফিকুল ইসলাম বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ আলী খানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

পরে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। 


আরও পড়ুন

×