ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সমকাল

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৯:২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানা পুলিশ পৃথক এ অভিযান চালায়। 

শুক্রবার সকাল ১১টায় লোহাগাড়া থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা। এ সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার দু'জন হলেন- রাঙ্গুনিয়া উপজেলার গোচরা পোমরা বুড়ির দোকান এলাকার হারাধন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্তী (২১) এবং কুমিল্লা জেলার কোতোয়ালি কাপতান এলাকার বাবুল মিয়ার ছেলে মুহাম্মদ রাসেল (৩২)। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার লোহার দিঘীরপাড় এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে জনি চক্রবর্তীর কাছ থেকে ৫০ হাজার পিস এবং চট্টগ্রামমুখী অপর একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে মুহাম্মদ রাসেলের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা বলেন, 'মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।'

আরও পড়ুন

×