চিত্রনায়িকা পপির করোনা আক্রান্ত হওয়া নিয়ে ধুম্রজাল

সাদিকা পারভিন পপি- ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১২:৫৪
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির করোনা আক্রান্ত হওয়া নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের অনলাইনে পপি করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে পপির বাবা মিয়া কবীর হোসেন জানিয়েছেন, পপির নমুনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি। পপি খুলনা মহানগরীর শিববাড়ি মিয়াবাগ এলাকার বাড়িতে রয়েছেন।
পপির প্রতিবেশীরা জানিয়েছেন, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় ৪ মাস আগে পপি রাজধানী থেকে খুলনার বাড়িতে চলে আসেন। তিনি কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।
তবে পপির মোবাইলে অসংখ্যবার কল করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠালেও কোনো রিপ্লাই দেননি।
- বিষয় :
- করোনা
- সাদিকা পারভিন পপি