ভৈরবে নদে নিখোঁজ ডুবুরির খোঁজ মেলেনি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ০৪:১৮
যশোরের নওয়াপাড়ায় ভৈবর নদে নিখোঁজ হওয়া ডুবুরি নাঈম হোসেনের (৩৫) খোঁজ এখনও মেলেনি। শনিবার দুপুর পর্যন্তও তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১১ টার সময় তিনি নৌ বন্দরের তারানা ঘাটে হেলে পড়া পিলার উঠাতে গিয়ে ভৈরব নদে নেমে আর উঠে আসেননি। নাঈম হোসেন খুলনার গল্লামারি এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় অবস্থিত তারানা ঘাটে হেলে পড়া পিলারটি জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলো। পিলারটি নদী থেকে অপসারণের জন্য ঘাট মালিক কর্তৃপক্ষ খুলনা থেকে তিন জন ডুবরি আনেন। ডুবরি দল পানিতে নামলে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে। এ সময় দুইজন ডুবরি তীরে উঠতে সক্ষম হলেও নাঈম হোসেনের খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ ডুবরিকে উদ্ধার করতে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। নাঈমকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে তারা সন্ধ্যার পর অভিযান স্থগিত করে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার খাঁন এহসান উল আলম বলেন, শুক্রবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েছি। সন্ধ্যার পর অন্ধকার হয়ে যাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছিল। এ কারণে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। শনিবার সকালে আবার উদ্ধার তৎপরতা চালানো হলেও দুপুর পর্যন্ত নিখোঁজ ডুবুরির সন্ধান পাওয়া যায়নি।
- বিষয় :
- যশোর
- নিখোঁজ ডুবুরি
- ভৈরব নদ