কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২০ | ০১:১৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোহার তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শম্পা রানী পাল (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শম্পা রানী পাল ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোসল সেরে ভেজা কাপড় বাড়ির আঙ্গিনায় তারে শুকাতে দেন শম্পা। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন শম্পাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।