ঈদে বাড়ি ফেরা হল না এনজিওকর্মী শাপলার

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০০:৩০ | আপডেট: ৩১ জুলাই ২০২০ | ০০:৪৮
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন শাপলা খাতুন (২৮) নামে এক এনজিওকর্মী। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী তাইজুল ইসলাম ও মেয়ে সিদ্দিকা (৭)।
শুক্রবার সকাল ৯টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাপলা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মালবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পাবনার ঈশ্বরদীতে টিএমএসএস নামের একটি এনজিওতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে শাপলা স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা রনবাঘার মিজান অটো রাইস মিলের সামনে পৌঁছালে পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শাপলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী ও সন্তান মোটরসাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নন্দীগ্রাম হাইওয়ে কুন্দারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
- বিষয় :
- এনজিওকর্মী
- ট্রাকচাপা
- বাড়ি ফেরা
- রাজশাহী