ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দোয়ারাবাজারে বিএসএফের গুলিতে যুবক নিহত

দোয়ারাবাজারে বিএসএফের গুলিতে যুবক নিহত

ফাইল ছবি

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৮:৪১

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার রগারপাড় গ্রামের আসক আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়নের সোনালি চেলা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কালারটেক পাথরঘাট বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে গরু নিয়ে আসছিলেন কামরুলসহ স্থানীয় কয়েক যুবক। এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে কামরুল ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা দৌড়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, সোনালি চেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক যুবক নিহতের ঘটনা শুনেছেন। তার লাশ আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

থানার ওসি মো. আবুল হাসেম বলেন, সীমান্তের ওপারে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছেন। তবে কীভাবে তিনি মারা গেছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ পেয়ে ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

×