ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

খুলনা থেকে ৪ রুটে বাস বন্ধ

খুলনা থেকে ৪ রুটে বাস বন্ধ

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৮:৪৩

অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও বাস মালিককে মারধরের প্রতিবাদে খুলনা থেকে গোপালগঞ্জসহ চারটি রুটে বাস বন্ধ করে দিয়েছে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি।

শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-মাদারীপুর এবং টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সদস্য খান কামরুজ্জামান জানান, এ সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা জোরপূর্বক এসব রুটে অবৈধভাবে কিছু বাস চলাচলের অনুমতি দিয়েছে। এতে সাধারণ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর প্রতিবাদ করলে শুক্রবার সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাস মালিক মো. হায়দারকে মারধর করে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদে এসব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সাধারণ বাস মালিকরা জানিয়েছেন, এসব রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তবে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বলেন, এই রুটগুলোতে অবৈধ বাস চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাস মালিককে মারধরের ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×