ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে বর

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে বর

বাল্যবিয়ে করতে আসা বর দ্বীন ইসলাম- সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৮:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন দ্বীন ইসলাম (২৫) নামে এক যুবক। শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ূয়া বিয়েবাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং বর দ্বীন ইসলামকে এক মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পশ্চিমপাড়ার ১৩ বছরের শিশু ও স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই এলাকার আমিনুল ইসলামের ছেলে দ্বীন ইসলামের বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ূয়া বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন ও বর দ্বীন ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে তার পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ূয়া বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×