রাজনগরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ০৪:২৭
মৌলভীবাজারের রাজনগরে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো।
মৃত ওই নারীর নাম লালা বেগম । তিনি উপজেলার মুশুরিয়া গ্রামের মৃত আব্দুল মুনিমের স্ত্রী।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, লালা বেগম ওরফে কবুন্নেছা করোনা আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার ভোরে উপজেলার মুশুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করেছে ইকরামূল মুসলেনীন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সংগঠনটির জেলা কমিটির সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, মৃতের আত্মীয়দের মাধ্যমে জেনে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল ও রাজনগর থানার ওসি মো. আবুল হাসিমের অনুমতিতে ইসলামী বিধান অনুসারে মৃতের দাফন সম্পন্ন করা হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল মুশুরিয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।