রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই

আজিজুর রহমান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ২২:৩০
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর সহচর ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৮) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তিনি সোমবার রাত ২.৩০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।
৫ আগস্ট বিকেলে সাবেক গণপরিষদ সদস্য ও দুইবারের সংসদ সদস্য আজিজুর রহমান এর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাৎক্ষণিক বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ওইদিন রাতেই তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। ১৩ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নির্মোহ আজিজুর রহমান পারিবারিক জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, ভাতিজা, ভাতিজিসহ অনেক স্বজন ও অগণিত রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭০ সালের নির্বাচনে ২৭ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হওয়া আজিজুর রহমান ১৯৮৬ ও ৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করা আজিজুর রহমান ১৯৯১ সালে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি একাধিকবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
২০২০ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।