অবশেষে নিঃসঙ্গ নীলগাইটি সঙ্গী পেল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ১০:৩৭
বঙ্গবন্ধু সাফারি পার্কে থাকা দেশের একমাত্র স্ত্রী নীলগাইটি অবশেষে একটি পুরুষ সঙ্গী পেল। বুধবার বিকেলে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানা থেকে পুরুষ নীলগাইটি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়।
পার্কের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, গত বছরের ১ মার্চ এ নীলগাইটি নওগাঁর সাপাহার থেকে উদ্ধারের পর রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে এটা রামসাগর জাতীয় উদ্যানে রাখা হয়। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে থাকা দেশের একমাত্র স্ত্রী নীলগাইটির সঙ্গী করার জন্য রামসাগর জাতীয় উদ্যান থেকে সেটা আনা হয়।
তিনি বলেন, বাংলাদেশে আর কোনো নীলগাই নেই। প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ আশা করছে, এই দুই নীলগাইয়ের সংসারে নতুন অতিথি আসবে।