ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনায় করোনা উপসর্গে এনজিও কর্মীর মৃত্যু

পাবনায় করোনা উপসর্গে এনজিও কর্মীর মৃত্যু

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০০:৩৪ | আপডেট: ২০ আগস্ট ২০২০ | ০০:৪২

পাবনায় করোনা উপসর্গ নিয়ে আওয়াল তালুকদার (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বড়গাছা কবরস্থানে তাকে দাফন করা হয়।

আওয়াল তালুকদার নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরিয়া ইউনিয়নের সাধনগর গ্রামের প্রয়াত খালেক তালুকদারের ছেলে। তিনি পাবনায় কর্মরত ছিলেন।

তার মামাতো ভাই গণমাধ্যমকর্মী রানা আহমেদ জানান, আওয়াল তিন দিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, মৃতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পাবনার প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় মরদেহ নাটোরে আনা হয়। এর আগে পাবনার স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

×