ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাবনা-৪ আসনে মেয়ে-জামাইয়ের পর মনোনয়ন ফরম তুললেন সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী ও ছেলে

পাবনা-৪ আসনে মেয়ে-জামাইয়ের পর মনোনয়ন ফরম তুললেন সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী ও ছেলে

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন গালিবুর রহমান শরীফ -সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ১২:২২

আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের উপ-নির্বাচনে এবার মনোনয়ন ফরম তুললেন এই আসনের প্রয়াত এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী ও ছেলে। এই নিয়ে সাবেক এই মন্ত্রীর পরিবারের চার সদস্য মনোনয়ন ফরম তুললেন।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গিয়ে প্রথমে মনোনয়ন ফরম তোলেন ছেলে গালিবুর রহমান শরীফ এবং পরে স্ত্রী কামরুন্নাহার শরীফের পক্ষে মনোনয়ন ফরম তোলেন সাবেক ভূমিমন্ত্রীর আরেক ছেলে সাকিবুর রহমান শরীফ কনক। 

এর আগে গত সোমবার মনোনয়ন ফরম তোলেন সাবেক মন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এবং বুধবার ফরম তোলেন জামাতা ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। 

প্রয়াত এই এমপি ও সাবেক মন্ত্রীর পরিবারে এত সংখ্যক সদস্যদের মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন

×