অবস্থান ফি ধার্য করায় বুড়িমারী স্থলবন্দরে ৬ ঘণ্টা বন্ধ আমদানি-রপ্তানি

ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২০ | ০৮:১৭
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে রপ্তানিমুখী ট্রাক রাতে থাকার জন্য অবস্থান ফি ধার্য করা নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভে ৬ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিক্ষোভ করেন ব্যবসায়ী ও স্থলবন্দরের ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতির শ্রমিকরা। আন্দোলনকারীদের সঙ্গে উপজেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের আলোচনার পর বিকেলের দিকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, রপ্তানিমুখী গাড়ির জন্য বন্দর কর্তৃপক্ষ তিন পর্যায়ে রাজস্ব আদায় করে থাকে। বন্দর ব্যবহারকারী রপ্তানিকারকরা প্রবেশ এবং ওজন ফি পরিশোধ করলেও রাত্রিকালীন অবস্থান ফি দিতে রাজি নয়। গত বুধবার থেকে ১৬টি পণ্যবোঝাই ট্রাক বন্দরে অবস্থান করায় শনিবার প্রতি গাড়িতে ১৪৯ টাকা রাজস্ব ধার্য করে কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা সকাল থেকেই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
বুড়িমারী স্থলবন্দরের ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল হাসান জানান, তাদের ট্রাকগুলো বন্দরে স্বল্প সময়ের জন্য অবস্থান করে। প্রবেশ এবং ওজন ফি বাবদ ১৯৮ টাকা পরিশোধ করলেও অবস্থান ফি হিসেবে ১৪৯ টাকা পরিশোধে তাদের আপত্তি রয়েছে। বন্দরের ব্যবসায়ী রেকেয়াত হোসেন লাভু জানান, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টির মীমাংসা হয়েছে। এখন থেকে অবস্থান ফি দিতে হবে না।
বুড়িমারী স্থলবন্দর (ট্রাফিক) অ্যাডিশনাল ডিরেক্টর সঞ্জয় বারই জানান, রপ্তানিমুখী গাড়িতে তিন ধরনের ফি আদায় করার নিয়ম। তবে এই বন্দরের ব্যবসায়ীরা রাত্রিকালীন অবস্থান ফি দিতে চান না। গত তিন দিন ধরে বন্দরে থাকায় ১৬টি গাড়িকে অবস্থান ফি দিতে বলায় এ সংকটের সৃষ্টি হয়।