ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভয়নগরে ম্যাজিষ্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক

অভয়নগরে ম্যাজিষ্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক

 নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০ | ০৩:৫২

যশোরের অভয়নগরে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।  মঙ্গলবার রাতে উপজেলার মাগুরাবাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর জেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার নুর মোহাম্মদের ছেলে শাহাদত হোসেন (৩৫), খুলনার গোয়ালখালি এলাকার বাবর আলীর ছেলে মোস্তফা কামাল (৩৫), একই এলাকার আব্দুর রহমানের কন্যা ইতি খাতুন (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় আটকরা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৩-৪৩২৯) যোগে মাগুরা বাজারের আব্দুল মজিদ বিশ্বাসের চালকলে যায়। এ সময় তারা নিজেদের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায়। পরে তারা কাগজপত্র ঠিক নাই ও মিলে আবর্জনা রয়েছে এমন অভিযোগ তুলে ১০ হাজার টাকা জরিমানা দাবি করেন। এ সময় মিল মালিক আব্দুল মজিদ টাকা দিতে গড়িমসি করতে থাকেন।

এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ওই টিমের একজন মিল মালিককে পাশে নিয়ে জরিমানা ঠেকাতে ১০ হাজার টাকা একটি খামে দেওয়ার পরামর্শ দেন। এতে মিল মালিকের সন্দেহ হওয়ায় একটু কৌশলে সময় নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে খবর নিয়ে জানতে পারেন কোন ভ্রাম্যমান আদালত বসেনি। এর মধ্যে ফোন করার বিষয়টি আঁচ করতে পেরে প্রতারকরা গাড়িতে উঠে দ্রুত পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাদেরকে ধরে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। রাতে তাদেরকে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
 
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আটকরা গত ২৩ আগষ্ট উপজেলার প্রেমবাগ এলাকায় মুরাদ হোসেন ও মতিয়ার রহমানের মিষ্টির দোকানে এসে ২ হাজার টাকা করে নিয়ে যায়। মঙ্গলবার মাগুরা বাজারে আবারও ম্যাজিষ্ট্রেট সেজে প্রতারনা করতে গেলে এলাকাবাসী তাদেরকে আটক করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশের ওই কর্মকর্তা বলেন, তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।এছাড়া আটককৃতদের কাছ থেকে অখ্যাত বিভিন্ন পত্রিকা ও টিভির পরিচয়পত্র, বুম,ওয়াকিটকি, সিল প্যাড উদ্ধার করা হয়েছে। থানায় তাদের নামে মামলা হয়েছে। 

আরও পড়ুন

×