পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিব

হাবিবুর রহমান হাবিব- ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২০ | ১৩:৩৫
শেষ পর্যন্ত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। একইসঙ্গে এই আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকেই বহাল রেখেছে।
সোমবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য সাংবাদিকদের জানানো হয়।