ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুনামগঞ্জে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০ | ০৭:২৬

সুনামগঞ্জের দিরাই সড়ক মোড়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৯ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। বুধবার ভোরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই সড়ক মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দু'জন হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নুরুজ্জামান (২৩) ও একই ইউনিয়নের হালাবাদী গ্রামের শাহ নুর মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৪)।

অভিযানকালে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ কোম্পানির কমান্ডার ফয়সল আহমদ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান উপস্থিত ছিলেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ জানান, বুধবার ভোরে দিরাই সড়ক মোড়ে অভিযান চালান র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল সেট ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য ২৬ লাখ টাকা। 

তিনি আরও জানান, গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×