ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউএনও ওয়াহিদার ওপর হামলা: জলঢাকায় মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

ইউএনও ওয়াহিদার ওপর হামলা: জলঢাকায় মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০ | ০৮:২২

ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।

শনিবার দুপুরে জলঢাকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, সন্তান কমান্ডের আহ্বায়ক আসাদুজ্জামান ষ্টালিন, যুগ্ম আহ্বায়ক আতাউর বারী আপেল, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আলামিন রহমান, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×