ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জলির কোলজুড়ে এলো যমজ ৩ সন্তান

জলির কোলজুড়ে এলো যমজ ৩ সন্তান

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৪৭

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জলি বেগম (৩৮) নামে এক গৃহবধূ। শনিবার উপজেলার দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে তিনি এই যমজ সন্তানের জন্ম দেন। জলি উপজেলার কোয়ালীপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে জলি বেগম ক্লিনিকে ভর্তি হন। এর পর অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে একে একে তিন সন্তানের জন্ম দেন। নবজাতক তিনজনই ছেলে। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মা ও তিন সন্তান সবাই সুস্থ রয়েছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।

জলির স্বামী হেলাল উদ্দিন জানান, তিনি স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। তিনি ২০০১ সালে জলি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। এবার তিন পুত্র সন্তানের মা-বাবা হলেন তারা।

আরও পড়ুন

×