ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিহতের স্বজনদের আহাজারি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০ | ০৪:২৬

মেহেরপুরের গাংনীতে নাসিমা খাতুন (১৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুর ২ টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমা খাতুন একই গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও শাকিল আহমেদের স্ত্রী।

নিহতের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পুর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ের ওপর অমানবিক নির্যাতন করে আসছিলো শাকিল। তার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে নাসিমাকে তার স্বামীই শ্বাসরোধ করে হত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শাকিল পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×