ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনা উপসর্গে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা উপসর্গে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০ | ১০:৩৪

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী (৫৬)। বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার জুমার পর নগরীর বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার মাঠে জানাজা শেষে তাকে মানিকপীর (রহ.) গোরস্তানে দাফন করা হয়।

রুম্মান চৌধুরীর স্ত্রীসহ দুই ছেলেমেয়ে রয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন ও মোহাম্মদ আহমদ আলী এবং মহাব্যবস্থাপক আবুল কালাম ও সিরাজুল ইসলাম।


আরও পড়ুন

×