ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০ | ০৭:০১

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে শিশু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সকাল ১০টায় শিশু আদালতে যুক্তিতর্ক শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। বুধবার সকাল ১০টা থেকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে। এর আগে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, শিশু আদালতে দুই দিনে আসামিদের বিরুদ্ধে তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপরে আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষ যুক্তিখন্ডন করবেন। তার পরে আদালত রায় এর দিন ধার্য করবে।

এ মামলার ১৪ আসামির মধ্যে রিশান ফরাজীসহ ১৩ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহযোগিতা এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগে ৩০২ এবং ১২০ (বি) ১ এবং ২১২ ধারায় চার্জ গঠন করা হয়েছে।

গত ১৩ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গতবছের ১ সেপ্টেম্বর ১৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। গত ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন শিশু আদালত। গত বছরের ২৬ জুন সরকারি কলেজ গেটে বন্ড বাহিনী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে।

আরও পড়ুন

×