দৌলতদিয়া-পাটুরিয়ায় তীব্র যানজট, ফেরি পারাপারে চরম দুর্ভোগ

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি- সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ | ০৭:২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে নাব্যতা সংকট, ফেরি স্বল্পতা ও ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধির কারণে শনিবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত ৪ কিলোমিটার মোট ৭ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। এসময় ফেরি পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে প্রায় ৯ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে পাটুরিয়া ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি লোড অনলোড করতে সমস্যা হচ্ছে। এছাড়া এ নৌ-রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে বনলতানহ ৩টি ফেরি বিকল থাকায় মাত্র ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় এ নৌ-রুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে।
পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ৩-৪দিন করে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।
ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা দর্শনা গামী রয়েল বাসের চালক সিদ্দিক শেখ জানান, শনিবার সকাল ৯ টায় বাস ছেড়ে বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। শনিবার দুপুর ২টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে ওঠতে পারেনি তিনি।
ঢাকার সভার থেকে ছেড়ে আসা বরিশালগামী ট্রাক চালক ওহিদুর রহমান জানান, তিনি গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পটুরিয়া ঘাটে আসেন। কিন্তু ঘাটে যানজটের কারণে শনিবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। ঘাটে যানজটের কারনে এ রকম প্রায় ৯ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে আছে বলেন তিনি।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম তানভির আহমেদ জানান, পাটুরিয়া ফেরি ঘাটের বেসিনে নাব্যতা সংকট, ফেরি স্বল্পতা ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে প্রায় ৯ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে তিনটি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকল সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছে।