খুলনায় বিএনপি নেতা নুরুল ইসলামের মৃত্যু

এম নুরুল ইসলাম - ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০ | ২২:২৮
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
বিএনপি নেতারা জানান, ভোরে হঠাৎ করে নুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টায় তার মৃত্যু হয়। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ১২টায় মরদেহ বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া হবে। আসরের নামাজের পর খুলনা সার্কিট হাউজ মাঠে জানাজার পর মরদেহ টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
- বিষয় :
- বিএনপি নেতা
- বিএনপি নেতার মৃত্যু