ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

প্রতীকী ছবি

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০ | ১০:১৫

ঝিনাইদহের শৈলকূপায় বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে প্রেমিক রাশেদ মণ্ডলের বাড়িতে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে অনশনে বসেন তিনি। রাশেদের পরিবারের লোকজন মেয়েটিকে শারীরিক নির্যাতন করেছে বলেও তার অভিযোগ।

ওই তরুণী জানান, চরপাড়া গ্রামের হিজাবদী মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডলের সঙ্গে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হলে রাশেদ তাকে নানা কৌশলে বিবাহ বিচ্ছেদ ঘটায়। বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলে সে। কিন্তু বিয়ের কথা বললে বারবারই রাশেদ বিষয়টি এড়িয়ে যায়। এ কারণে সোমবার বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে অবস্থান করছেন তিনি।

তার অভিযোগ, রাশেদের পরিবারের লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তারপরও তিনি তার অবস্থানে অনড়। রাশেদ তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন, না হয় আত্মহত্যা করবেন।

চরপাড়া গ্রামের আল আমিন বিশ্বাস বলেন, তিন দিন ধরে মেয়েটি তার বৈধ দাবি নিয়ে ওই বাড়িতে অবস্থান করছেন। অথচ এখন পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ তাদের চোখে পড়েনি।

এদিকে রাশেদের মা বেদানা খাতুন বলেন, তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। ছেলের সঙ্গে মেয়েটির কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না তার জানা নেই। মেয়েটি অন্যায়ভাবে তার বাড়িতে অবস্থান করছে। তবে তাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তিনি জানেন না। ভুক্তভোগী মেয়েটির পরিবার থানায় অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×