ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুনামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিল্লাল ২ দিনের রিমান্ডে

সুনামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিল্লাল ২ দিনের রিমান্ডে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০ | ০৩:১৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ | ০৩:৪৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বিল্লাল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা জজ আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ জানান, বুধবার বিকেলে আদালত ২২ ধারায় ধর্ষণের শিকার ওই কিশোরীর জবানবন্দি নিয়েছেন। পুলিশ গ্রেপ্তার বিল্লাল হোসেনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। বৃহস্পতিবার শুনানি নিয়ে আদালত বিল্লাল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের ৫ বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। পরে তার পরনের ছালোয়ার নিয়ে যায় এবং জামা ছিড়ে বিবস্ত্র করে ছাড়ে মেয়েটিকে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায় কিশোরী। কিন্তু অভিযুক্তরা গ্রামের প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। আপোসে মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে।

গত মঙ্গলবার মেয়েটি বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানার ওসি মো. নাজির আলমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত অপর চার আসামি খাইরগাঁও গ্রামের মাহমুদ আলীর ছেলে হোসাইন আহমদ (২০), সুরুজ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (২৩), মোজাম্মিল আলীর ছেলে আছকির আলী (২৫) ও তেরাপুর গ্রামের ইসমাইল মিস্ত্রির ছেলে আইয়ুব আলীকে (২০) এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

×