ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাসপূজা হলেও মেলা হবে না সুন্দরবনে

রাসপূজা হলেও মেলা হবে না সুন্দরবনে

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০ | ০৮:৫৬

সুন্দরবনের দুবলার চরে এবার থেকে আর রাসমেলা হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, প্রতি বছর নির্দিষ্ট সময়ে শুধু পুণ্যস্নান ও রাসপূজা হবে। এ বছর থেকে পূজায় শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সেখানে যাওয়ার অনুমতি পাবে।

বৃহস্পতিবার খুলনার ফরেস্ট ঘাটে 'প্রশিক্ষকদের জন্য স্মার্ট টহলের প্রশিক্ষণ'-এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুন নাহার বলেন, প্রতি বছর হাজার হাজার মানুষ রাসমেলার সময় সেখানে গিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট করে। তারা হরিণ শিকার, শব্দদূষণ, ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে। এ কারণে রাসমেলা হবে না। পূজার সময় অন্য ধর্মের মানুষকেও যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৫ জন ফরেস্টার অংশ নেন। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈনুদ্দিন খান, পশ্চিম বন বিভাগের ডিএফও আবু নাসের মোহাম্মদ মহসীন, পূর্ব বন বিভাগের ডিএফও বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর রাসপূজা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

×