ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পলাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছোট্ট তাবাস্সুমের

পলাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছোট্ট তাবাস্সুমের

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০ | ০৮:২৪

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকের নীচে পিষ্ট হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাবাস্সুম (৭)। সে ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক জহিরুল আলম জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নীচে পড়ে তাবাস্সুম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

×