ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দুবলার চর থেকে ১০ শিশুশ্রমিক উদ্ধার, অপরহণকারী আটক

দুবলার চর থেকে ১০ শিশুশ্রমিক উদ্ধার, অপরহণকারী আটক

উদ্ধার করা শিশুরা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:০৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:২৪

বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চর থেকে অপহৃত ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে এক অপহরণকারীকেও আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুবলার মাঝের কেল্লা চর থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আটক অপহরণকারী হচ্ছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। 

উদ্ধার করা শিশুদের দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে দুবলার চরে নিয়ে আটকে রেখে শিশুশ্রমে বাধ্য করা হয়েছিল। 

তারা দুবলার চরে শুটকি তৈরির কাজ করছিল। 

উদ্ধারকৃত শিশুরা হলো, কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. আক্তার, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হৃদয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে মো. টুটুল মিয়া, তারাকান্দা থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জ জেলার মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ। 

অপহরণকারী লেদু মিয়া এদের বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে দুবলার চরের শুটকি পল্লিতে নিয়ে যায় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান। 

আটক অপহরণকারী ও অপহৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড। 



আরও পড়ুন

×