ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত

রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ১ ব্যক্তি নিহত

 নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ | ০৫:০২

যশোরের নওয়াপাড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় হাদিউজ্জামান সরদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নূরবাগ মোড়ে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাদিউজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার ছিলিমপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীর কয়েকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আবুল কাশেম সরদার তার অসুস্থ ছেলে হাদিউজ্জামান সরদারকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুর সাড়ে ১২ টার দিকে নওয়াপাড়া বাজারের নূরবাগ মোড়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক হাদিউজ্জামানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ট্রাকচাপায় হাদিউজ্জামান সরদার নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই ব্যক্তি কিছুটা অসুস্থ ছিল বলে শুনেছি। ট্রাকটি আটক করা হয়েছে।


আরও পড়ুন

×