ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আকবরের মোবাইল-সিম পিবিআইয়ের কাছে

আকবরের মোবাইল-সিম পিবিআইয়ের কাছে

রায়হান হত্যাকাণ্ড

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ০৭:০৪

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার মোবাইল ও সিমকার্ড এখন মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে।

সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত থেকে উদ্ধার করা চারটি সিমকার্ড ও দুটি মোবাইল ফোন বৃহস্পতিবার রাতে বুঝে পেয়েছে পিবিআই। এর আগে এসআই আকবরকে গ্রেপ্তারের পর সেগুলো উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।

গত ৯ নভেম্বর ডনা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়। এরপর চারটি সিমকার্ড, দুই নারীর ছবি, একটি ২০ টাকার নোট ও আকবরের পাসপোর্ট সাইজের একটি ছবি ভাইরাল হয়। কিন্তু সেগুলো তখন ভারতীয় খাসিয়া যুবকদের কাছে থাকায় তা উদ্ধার করা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা সমকালকে জানান, উদ্ধার করা সামগ্রীর মধ্যে দুটি মোবাইল ফোন,চারটি সিমকার্ড, দুটি গামছা,একটি শার্ট ও সোয়েটার রয়েছে। বৃহস্পতিবার রাতেই মামলা তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা জিনিসগুলো আকবর পালিয়ে যেখানে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে খাসিরায়া উদ্ধার করেছিল বলে জানা গেছে।

পিবিআই সিলেটের পুলিশ সুপার খালিদ উজ জামান আলামদ সমকালকে বলেন,রায়হান হত্যা মামলার তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। তদন্তে সহায়ক কোনো আলামত পেলে জব্দ করা হবে। বৃহস্পতিবার রাতে জব্দ করা মোবাইল ও সিমকার্ড আকবরের ব্যবহৃত হলে তদন্তে সহায়ক হবে।

আরও পড়ুন

×