ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকার ভোটের অধিকার খর্ব করেছে: ডা. জাফরুল্লাহ

সরকার ভোটের অধিকার খর্ব করেছে: ডা. জাফরুল্লাহ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী- সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ | ১৩:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ | ১৩:৫১

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার খর্ব করে ফেলেছে। তাই আজ পরিবর্তন দরকার। ইসলামাবাদের শাসন টেকেনি, ঢাকার শাসনও টিকবে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবন দর্শন ও তার রাজনৈতিক জীবনের গুরুত্ব তুলে ধরে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেছেন, মওলানা ভাসানী সারাজীবন জালিমের হাত থেকে দেশকে রক্ষা করার সংগ্রামের আহ্বান করে গেছেন। তার জীবনদর্শনের প্রধান বক্তব্যই হচ্ছে, 'জালিমের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।'

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মওলানা ভাসানী ছাড়া বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব নেই। মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু দু'জনকেই সমানভাবে শ্রদ্ধা করতে হবে। মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ন্যাপ নেতা অধ্যাপক আবুল বাশার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, অ্যাডভোকেট তোতা মিয়া প্রমুখ।

আরও পড়ুন

×