ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মরার আগেই ভোটার তালিকায় 'মৃত' ফজিলাতুন নেসা

মরার আগেই ভোটার তালিকায় 'মৃত' ফজিলাতুন নেসা

ভোটার তালিকায় মৃত উল্লেখ করা হয়েছে ফজিলাতুন নেসাকে

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৮:৫২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ | ০৯:০৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ফজিলাতুন নেসা (৮০) দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে শয্যাসায়ী। কিন্তু জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় তাকে ২০১১ সালের ২০ জুলাই মৃত হিসাবে তালিকাভুক্ত করার কারণে তিনি পড়েছেন মহা বিরম্বনায়।

ফজিলাতুন নেসার জাতীয় পরিচয় নম্বর ১৪৭৯৮৫৪২৬৫ ও ভোটার তালিকা নম্বর ৫৯১২৪৩৩১১২৯৫০২। জন্ম তারিখ ৫ জুলাই ১৯৪০। কয়েক বছর যাবত বয়স্ক ভাতাভোগী ছিলেন তিনি। সম্প্রতি বয়স্ক ভাতা কার্যক্রম অনলাইনে করতে গিয়ে দেখা যায় তিনি সরকারি নথিতে 'মৃত্যুবরণ' করেছেন। এ কারণে আটকে যায় তার বয়স্কভাতা।

ফজিলাতুন নেসা জানান, ছেলে না থাকায় তিনি মেয়ে হাসিনা খানমের পরিবারে থাকেন। বয়স্ক ভাতা বন্ধের কারণে আর্থিক সঙ্কটে পড়েছেন তিনি। সরকারি নথিতে 'মৃত' হওয়ায় স্বামী ও বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিও হস্তান্তর করতে পারছেন না।

ভবেরচর ইউনিয়ন পরিষদের সচিব মোকারম হোসেন জানান, কীভাবে তিনি ভোটার তালিকা নম্বর ও জাতীয় পরিচয়পত্রে মৃত হিসেবে উপস্থাপিত হলেন তা বুঝতে পারছি না।

গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বলা হয়েছে, ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে সংশোধনের আবেদন করে তাকে 'জীবিত' হতে হবে। 

আরও পড়ুন

×