সম্পত্তি নিয়ে বিরোধের জের, ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ওহাব সরকার
সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ০৫:৪৬
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে ওহাব সরকার (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর পরই অভিযুক্ত লিয়াকত সরকার(৫০) পলাতক রয়েছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত ওহাব সরকারের ৪ মেয়ে ও এক ছেলে। সম্পত্তি ছেলের নামে লিখে না দেওয়ায় দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল। সকালে ওহাব সরকার বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে ছেলে লিয়াকত সেখানে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে লিয়াকত তার বাবাকে লাঠিপেটা করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই ওহাব সরকারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ওহাব সরকারকে পেটায় ছেলে লিয়াকত। এতেই তিনি মারা যান।