ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খেলার সময় অটোরিকশাচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

খেলার সময় অটোরিকশাচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৪:৩০


নোয়াখালী কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় জাহিদুল হাসান সিয়াম (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার রাতে নোয়াখালীর মাইজদী মা ও শিশু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। নিহত সিয়াম উপজেলার চরহাজারী ইউনিয়নের ইয়াকুব আলীর বাড়ি আবু তাহের খোকনের ছেলে। সে স্থানীয় শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিয়াম তার বাড়ির সামনে খেলা করছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠায় করে। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, অভিযোগের ভিত্তিতে রিকশাচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×