চোরাই গাড়ির নিবন্ধন দিয়ে কারাগারে বিআরটিএ কর্মকর্তা

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৯:৪৬
চোরাই গাড়ির নিবন্ধন দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে গেলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক আইয়ুব আলী আনসারী। বরিশাল বিশেষ আদালতের বিচারক মো. মোহসিনুল ইসলাম সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কয়েকটি মামলার একাধিক তারিখে আদালতে অনুপস্থিত থাকায় আইয়ুব আলী আনসারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলেন আদালত। বরিশাল বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি বিপ্লব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আইয়ুব আলী আনসারী বর্তমানে বিআরটিএর ঢাকা কার্যালয়ে কর্মরত। বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে পরিদর্শক এবং সহকারী পরিচালক পদে কর্মরত থাকাবস্থায় তার বিরুদ্ধে অগণিত দুর্নীতির অভিযোগ রয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন আবেদনকারীদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মোটার অঙ্কের টাকার বিনিময়ে চোরাই গাড়ির রেজিস্ট্রেশন দিতেন তিনি।
তার আইনজীবী মোখলেসুর রহমান বাচ্চু জানান, ২০১৭ সালে বরিশাল বিআরটিএতে পরিদর্শক পদে থাকাবস্থায় একটি গাড়ির রেজিস্ট্রেশন আবেদনের সরেজমিন পরিদর্শন করেন তিনি। তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। পরে দেখা যায়, সেটি ছিল চোরাই গাড়ি। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। আইয়ুব আলী আনসারী জামিনে ছিলেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।