প্রবীণ শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন, ৫ দিনেও মেলেনি প্রতিকার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১০:০৭
নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে আবাসিক এলাকায় অবৈধ করাত কল স্থাপনের প্রতিবাদ করায় নাসিম উদ্দিন (৫৮) নামের এক প্রবীণ শিক্ষককে প্রকাশ্যে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। মোবাইল ফোনে রের্কডকৃত সেই দৃশ্য ভাইরাল হওয়ায় ওই শিক্ষক লজ্জায় অপমানে এখন বাড়ি থেকে বের হচ্ছেন না। এদিকে এই ঘটনায় বিচার চেয়ে থানায় অভিযোগ করার পাঁচ দিন অতিবাহিত হলেও মিলছে না প্রতিকার।
গত বুধবার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা আবাসিক এলাকার স'মিলে দিনদুপুরে চলছে নির্যাতন। প্রবীণ শিক্ষক নাসিম উদ্দিনকে লাঞ্ছনা আর মারধরের সেই দৃশ্য ধারণ হচ্ছে মোবাইল ফোনে। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
নির্যাতনের শিকার প্রবীণ শিক্ষক নাসিম উদ্দিনের অভিযোগ, রাজশাহী জেলার বাগমাড়া উপজেলা থেকে সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। এলাকায় অবৈধ স' মিলে মানুষের ভোগান্তি দেখে তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলা ও নির্যাতন চালায় করাতকলের মালিক দেলশাদ আলী মন্ডলের দুই ছেলে এরশাদ আলী মন্ডল, আব্দুর রাজ্জাকসহ তাদের সহযোগীরা। নির্যাতনের এক পর্যায়ে নাসির উদ্দিনকে মেরে তাকে বিবস্ত্র করে ফেলা হয়। এ সময় গ্রামবাসী ও তার আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। গত বুধবার এ ব্যাপারে বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও নির্বিকার পুলিশ প্রশাসন।
স’ মিল মালিক দেলশাদ হোসেন মন্ডলের দাবি, আইন মেনেই চলে করাতকল। ৩৫ বছর ধরে পাজারভাঙ্গার ওই স্থানে স' মিলটি চালিয়ে আসছেন তারা। কোন দিনই কারো সমস্যা হয়নি। মুলত নাসির উদ্দিনের জামাতা রেজাউল ইসলামের কাছে পাওনা রড সিমেন্টেরে ৪ লাখ ৫৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার তাদের হয়রানী করায় হাতাহাতি হলেও শিক্ষক নাসির উদ্দিনকে বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান জানান, ঘটনার পর শিক্ষক নাসির উদ্দিনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঘটনার পর পাঁচ দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের আটক করা হয়েছে কি না বা কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানতে চাওয়া হলে পরে কথা বলবেন বলে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি মান্দা থানার ওসি শাহীনুর রহমান।