আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কক্সবাজার অফিস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১০:৫৭
আফ্রিকায় ডাকাতের গুলিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা এক যুবক নিহত হয়েছেন। নিহত ছরওয়ার উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের বড়পাড়া গ্রামের হাজি রশিদ আহমদ সওদাগরের ছেলে।
রোববার দেড়টার দিকে আফ্রিকার দেশ মোজাম্বিকে এ ঘটনা ঘটে বলে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে। ছরওয়ার উদ্দিন জীবিকার তাগিদে ৫ বছর আগে মোজাম্বিকে পাড়ি জমান। সেখানে মুদি দোকানের ব্যবসা করছিলেন। ঘটনার দিন মোজাম্বিকের স্থানীয় সময় রাত দেড়টার দিকে একদল কৃষ্ণাঙ্গ মুখোশ পরা ডাকাত বাসায় ঢুকে পড়ে।
এ সময় ডাকাতের ছোড়া গুলিতে ছরওয়ার নিহত হন। হাজি রশিদ আহমদ বলেছেন, সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে জানাজা শেষে ছেলের মরদেহ মোজাম্বিকে সমাহিত করা হয়েছে।
নিহত ছরওয়ারের মা লুৎফুন্নেছা জানান, বিয়ে করে ৩ মাস আগে মোজাম্বিকে চলে যান তার ছেলে। তার স্ত্রী নার্গিস আক্তার শিমু অন্তঃসত্ত্বা।\হটইটং ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, ছরওয়ার তার নিকটাত্মীয় ও প্রতিবেশী। তার মৃত্যুর খবরে তারা শোকাহত।
- বিষয় :
- কক্সবাজার
- যুবক নিহত
- ডাকাতের গুলি