ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মদন পৌরসভার প্রার্থী পরিবর্তন করল আ'লীগ

মদন পৌরসভার প্রার্থী পরিবর্তন করল আ'লীগ

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ১২:৫৮

নেত্রকোণা জেলার মদন পৌরসভার মেয়র প্রার্থী পরিবর্তন করল আওয়ামী লীগ। সোমবার আবদুল হান্নান তালুকদার শামীমকে বাদ দিয়ে যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আবদুল হান্নান তালুকদার গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। গত ২৮ নভেম্বর আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আবদুল হানান তালুকদারসহ প্রথম ধাপের ২৫ জনের নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তৃণমূল থেকে পাঠানো তালিকায় শুধু আবদুল হানান তালুকদারের নাম ছিল। বিকল্প নাম না থাকায় তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

কিন্তু গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার খবর কেন্দ্রে পৌঁছলে তাকে পরিবর্তন করে সোমবার যুবলীগ নেতা সাইফকে মনোনয়ন দেয়া হয়।

আরও পড়ুন

×