ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মিলে ব্যবহার নেই বিদ্যুতের, বিল সাড়ে ২১ হাজার টাকা

মিলে ব্যবহার নেই বিদ্যুতের, বিল সাড়ে ২১ হাজার টাকা

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিল ভাউচার- সমকাল

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৬:০৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৭

জামালপুরের মাদারগঞ্জে একটি রাইস মিলে অনেকদিন ধরে বিদ্যুতের কোনো ব্যবহার নেই, অথচ এক মাসে বিদ্যুৎবিল এসেছে ২১ হাজার ৪৮৯ টাকা। বিদ্যুৎ বিভাগের এমন কাণ্ডে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ভুল হয়েছে বলে এক হাজার ৪৫৬ টাকার সংশোধন বিল ভাউচার পাঠিয়েছে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস। সংশ্লিষ্টদের অভিযোগ, এমন ভুতুরে বিল কাণ্ড প্রায়ই ঘটছে। যারা সচেতন, তাদেরই শেষ পর্যন্ত সমাধান মিলছে।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার আদারভিটা বাজারের রাফিউল ইসলামের রাইস মিলটিতে প্রায় দুই বছর ধরে বিদ্যুতের ব্যবহার নেই। প্রতিমাসে মিনিমাম একটা চার্জ দিতেন তিনি।

মিল মালিক রাফিউল ইসলাম বলেন, রাইস মিলে দুই বছর ধরে বিদ্যুতের ব্যবহার না থাকার পরও নভেম্বর মাসে বিল দেওয়া হয়েছে ২১ হাজার ৪৮৯ টাকা। আমি মিনিমাম চার্জ দিয়েছে আসছিলাম। এরমধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরের এক হাজার ৪০০ টাকা বকেয়া বিল ছিল।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সহযোগী সালমা অক্তার বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এ ধরনের ভুলের জন্য আমি দায়ী না। লাইনম্যানরা যেভাবে রিডিং এনে দেন, সে মোতাবেক বিল তৈরি করা হয়। বিলটি সংশোধন করা হয়েছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম হাবিবুর রহমান বলেন, হিসাব নম্বরের স্থলে রিডিং নম্বর বসানো হয়েছে। বিষয়টি শুনেছি এবং তা সংশোধন করা হয়েছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমাদের জোনাল অফিসে ৭০ হাজার গ্রাহক রয়েছেন। যে কারণে ভুল হতেই পারে। রিডিং ও রেজিস্ট্রেশন নম্বর এক হওয়ায় এমন ভুল হয়েছে। বিষয়টি তো পরে সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন

×