মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭

স্বজনদের আহাজারি- সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৪:২৭ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৯
মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় ছয়জন দৌলতপুর থকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বিকেল পৌনে তিনটার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুশি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ওই ছয়জন নিহত হন।
ওসি বলেন, নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।