ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফতুল্লায় নৃত্যশিল্পী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

ফতুল্লায় নৃত্যশিল্পী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৯:২৭

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে নৃত্যশিল্পী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ডালডা কলোনি এলাকায় জনৈক রাসেলের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচ করেন। ঘটনার পর '৯৯৯'-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ফজলে রাব্বি নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত কামরুল পালিয়ে গেছে। গ্রেপ্তার ফজলে রাব্বি ধর্মগঞ্জ ডালডা কলোনির মৃত আহসানউল্লার ভাড়াটে শাহাবুদ্দিন শেখের ছেলে।

ভুক্তভোগী শিল্পী দু'জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ওই নৃত্যশিল্পী তার এক বান্ধবীকে নিয়ে পূর্বপরিচিত ড্যান্স মাস্টার শরিফের আমন্ত্রণে পঞ্চবটীর ধর্মগঞ্জ ডালডা কলোনির রাসেলের বাড়িতে নৃত্য পরিবেশন করতে গিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে অভিযুক্ত ফজলে রাব্বি কৌশলে তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে তার বন্ধু কামরুলও তাকে ধর্ষণ করে। একপর্যায়ে ঘটনাটি টের পেয়ে শিল্পীর সঙ্গে থাকা তার বান্ধবী '৯৯৯'-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। 

এ সময় ধর্ষণের শিকার নৃত্যশিল্পীকে উদ্ধার এবং অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় অপর অভিযুক্ত কামরুল।

আরও পড়ুন

×