ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাটে অস্ত্রসহ ‘চরমপন্থী’ দলের ২ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে অস্ত্রসহ ‘চরমপন্থী’ দলের ২ সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তাররা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০১:৫৩

জয়পুরহাটে অস্ত্রসহ ‘চরমপন্থী’ দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচটি তাজা গুলি, ৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত সেবা কুমার দাস শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে এবং সহযোগী রাব্বী হাসান অভি শহরের বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে। 

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, কাঁদামাটি ‘চরমপন্থী’ দলের সদস্য সেবা কুমার ও তার সহযোগী রাব্বী হাসান অভি দীর্ঘদিন ধরে অপহরণ, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত। গতরাতে তাদের দুইজনকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, সেবার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালু মহল দখলসহ প্রায় ১০টি মামলা চলমান রয়েছে। সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×