ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রিজের নিচে মিলল কিশোরের মরদেহ

ব্রিজের নিচে মিলল কিশোরের মরদেহ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৪

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮ টায় আরিচপুর বৌ-বাজার এলাকায় রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও নীল রঙের সোয়েটার ছিল।

পুলিশ জানায়, সকালে টঙ্গীর আরিচপুর এলাকায় তুরাগ নদে রেল ব্রিজের নিচে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পুর্ব থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই কিশোর রেল ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×