ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অচেতন করে মাদ্রাসা ছাত্রের পুরষাঙ্গ কেটে পালায় দুর্বৃত্তরা

অচেতন করে মাদ্রাসা ছাত্রের পুরষাঙ্গ কেটে পালায় দুর্বৃত্তরা

আহত মো. ইমরান হোসেন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৫:১২ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইমরান হোসেন ওরফে ইব্রাহিম নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম। আহত ইমরান উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। সে উলুকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

সোনারগাঁ থানা উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ হাওলাদার জানান, ‌‘মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে ইমরান নামের এক কিশোরের পুরুষাঙ্গ কাটা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, ‘শুনেছি, শুক্রবার সন্ধ্যায় বালুয়াদিঘির পাড় এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে সে পানাম সিটিতে ঘুরতে যাওয়ার সময় পানাম সিটি এলাকায় রাস্তার মধ্যে পেছন থেকে চোখ ও মুখে কালো কাপড় বেঁধে স্প্রে করে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায় কয়েকজন লোক। রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরেরর জ্ঞান ফিরলে সে পানাম সিটির পাশ থেকে একটি সিএনজি নিয়ে চিকিৎসার জন্য মোগরাপাড়া চৌরাস্তায় ফুটওভার ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহত ইমরানের বড় ভাই ওমর ফারুক জানান, এ ঘটনায় তার বাবা থানায় মামলা দায়ের করবেন।

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার বিস্তারিত জানতে এসআই আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×