ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৫:৫২
টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার উপজেলা ফায়ার সার্ভিসের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম সেন্টু মিয়া (৩৫)। তিনি উপজেলার চাষাভাদ্রা গ্রামের মজিদ মিয়ার ছেলে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে নাগরপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে নাগরপুরগামী ইট বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে সিএনজি চালক সেন্টু মিয়া নিহত হন ও অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
- বিষয় :
- টাঙ্গাইল
- সিএনজি চালক
- ট্রাক্টরের ধাক্কা